1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

২৯ বছর বয়সে না ফেরার দেশে কোরিয়ান মডেল তারকা

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৩৬
1749447216 227ef25add6b05d4bc3be5152ec162f4

বয়স মাত্র ২৯ বছর। এই বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন কোরিয়ান জনপ্রিয় মডেল তারকা কিং জং সুক। মৃত্যুর দুই দিন পর শেষকৃত্যের সময় এ খবর জানিয়েছে তারকার পরিবার।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, গত ৪ জুন মারা যান কিং জং সুক। মডেল-তারকার মৃত্যুর খবরে শোকে পাথর ভক্তরা। সোশ্যাল মিডিয়া জুড়ে বইছে শোকের ছায়া। অনেকেই তার স্মৃতিচারণ করে আবেগঘন বার্তা পোস্ট করছেন।

এদিকে, কিমের মৃত্যুকে ঘিরে ইতোমধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে অনলাইনে। গুজবের সূত্রপাত ঘটে গিওংগি-ডোর হানামে ঘটে যাওয়া একটি ঘটনার সঙ্গে কিমের নাম জড়িয়ে।

সেখানে ২০ বছর বয়সী এক যুবক তার বান্ধবীকে লাঞ্ছিত করার পর বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন। যদিও এই ঘটনায় কিম জং সুকের কোনো সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। গুজবের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে।
এতে ক্ষুব্ধ হয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে কিমের পরিবার।

এতে তারা অনুরোধ জানিয়ে বলেন, অনুগ্রহ করে আমাদের এই দুঃসময়ে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে আমাদের যন্ত্রণা আরও বাড়াবেন না।

প্রয়াত মডেলের বোন এক পোস্টে জানান, কিম জং সুককে নির্দোষ প্রমাণ করতে তারা প্রয়োজনে অফিসিয়াল পুলিশ রেকর্ড এবং কিমের মৃত্যুর আগের শেষ কথোপকথন প্রকাশ করবেন। সেই সঙ্গে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থাও নেবেন।

তবে কীভাবে কিমের মৃত্যু হয়েছে, সেই বিষয়ে এখনো পর্যন্ত পরিবার কিংবা স্থানীয় প্রশাসন কিছুই খোলাসা করেনি। বিষয়টি ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com