1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
২৭ বছরের সব সার্টিফিকেট পুড়িয়ে ভাইরাল ইডেনছাত্রী - প্রিয় আলো

২৭ বছরের সব সার্টিফিকেট পুড়িয়ে ভাইরাল ইডেনছাত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৮০
Image 224790 1685011937

চাকরির ক্ষেত্রে কোনো কাজে না আসায় ২৭ বছরের অর্জিত সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলেছেন রাজধানীর ইডেন কলেজের ছাত্রী মুক্তা সুলতানা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।

জানা গেছে, ইডেন কলেজের সামনে গত ২৩ মে ফেসবুক লাইভে এসে নিজের সব সার্টিফিকেট পুড়িয়ে ফেলেন মুক্তা।

লাইভে ইডেনছাত্রী মুক্তা সুলতানা জানান, তার স্নাতকোত্তর পরীক্ষা ২০১৫ সালে হলেও ২০১৯ সালে তার সার্টিফিকেট ইস্যু হয়। এর ফলে ৪ বছর তিনি কোথাও চাকরির জন্য আবেদন করতে পারেননি। চাকরির বয়সসীমা অনুযায়ী তার আবেদনের সময়ের ৪ বছর সার্টিফিকেটের জন্য অপেক্ষা করতে করতেই ফুরিয়ে গেছে।

তিনি আরও বলেন, যে সার্টিফিকেট দিয়ে সরকারি-বেসরকারি কোনো চাকরিতে আবেদন করা যায় না, সেই সার্টিফিকেট রেখে কী লাভ। দক্ষিণ এশিয়াসহ পৃথিবীর কোথাও এই বয়সসীমা নেই। শুধু বাংলাদেশ আর পাকিস্তানে এই অবস্থা।

এ সময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ২৭ বছর পড়াশুনা করে যদি আবেদনই করতে না পারি তাহলে সার্টিফিকেট দিয়ে কী করব।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x