1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
১৭ দিনে ১৩৭ যানবাহনে আগুন - প্রিয় আলো

১৭ দিনে ১৩৭ যানবাহনে আগুন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩২
Resize 350x230x0x0 Image 247849 1699951259

গত ২৮ অক্টোবর থেকে বিএনপি-জামায়াতের বিভিন্ন কর্মসূচি ঘিরে গত ১৭ দিনে সারাদেশে ১৩৭টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ফায়ার সার্ভিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম জানান, গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ১৫৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৩৭টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

তিনি জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৯৪টি বাস, ৩টি মাইক্রোবাস, ২টি প্রাইভেটকার, ৮টি মোটরসাইকেল, ১৩টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১টি অ্যাম্বুলেন্স, ২টি পিকআপ, ২টি সিএনজি, ১টি নছিমন, ১টি লেগুনা, ফায়ার সার্ভিসের ১টি পানিবাহী গাড়ি, ১টি পুলিশের গাড়ি, বিএনপির ৫টি অফিস, আওয়ামী লীগের ১টি অফিস, ১টি পুলিশ বক্স, ১টি কাউন্সিলর অফিস, ২টি বিদ্যুৎ অফিস, ১টি বাস কাউন্টার এবং ২টি শোরুম পুড়ে যায়।

গত ১৭ দিনে গড়ে প্রতিদিন ৫টি করে বাস পোড়ানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

তালহা আরও জানান, দেশের সব বিভাগে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করলেও সিলেট বিভাগে কোনো ঘটনা ঘটেনি। এ ছাড়া ঢাকা সিটিতে ৮২টি, ঢাকা বিভাগে ৩৪টি (সিটি বাদে), চট্টগ্রাম বিভাগে ১৪টি, রাজশাহী বিভাগে ৯টি, বরিশাল বিভাগে ৬টি, রংপুর বিভাগে ৬টি, খুলনা বিভাগে ২টি, ময়মনসিংহ বিভাগে ১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে গাজীপুরে। জেলাটিতে ১৫টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। আর ৩৯টি জেলায় আগুন দেওয়ার কোনো সংবাদ পায়নি ফায়ার সার্ভিস।

এ ছাড়া দুর্বৃত্তদের দেওয়া আগুন নেভাতে গিয়ে সারাদেশে ৫ জন আহত হয়েছেন। এরমধ্যে ২ জন ফায়ার সার্ভিসের সদস্য ও ৩ জন সাধারণ নাগরিক। তবে কারও মৃত্যু হয়নি।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x