1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

১২ জুন থেকে ফের চালু হচ্ছে চট্টগ্রাম–কক্সবাজার বিশেষ ট্রেন

  • আপডেট সময় শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮০
Train 2406010348

ইঞ্জিন ও জনবলসংকটের অজুহাতে বন্ধ করে দেওয়া চট্টগ্রাম–কক্সবাজার রুটের বিশেষ ট্রেন সার্ভিস ১২ জুন থেকে ফের চালু হতে যাচ্ছে। গত ৩০ মে বিশেষ এই ট্রেন বন্ধের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় রেলওয়ে নতুন করে ট্রেনটি চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

শুক্রবার (৩১ মে) রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী কক্সাবজার–চট্টগ্রাম রুটের বিশেষ ট্রেনটি আবার চালুর ঘোষণা দেন।

রেলওয়ে সূত্র জানায়, গত ঈদুল ফিতরের আগে চট্টগ্রাম–কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু হয়। যেটি ৩০ মে বন্ধের পূর্ব সিদ্ধান্ত ছিল। যাত্রী চাহিদা থাকলেও ইঞ্জিন ও জনবলসংকটের কারণে বিশেষ ট্রেনটি বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে, চট্টগ্রাম-কক্সবাজার রুটে জনপ্রিয় বিশেষ ট্রেনটি আকস্মিক বন্ধ করে দেওয়ায় প্রতিবাদের ঝড় উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিযোগ উঠে বাস মালিকদের বিশেষ সুবিধা দিতে বিশেষ এই ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। তীব্র প্রতিক্রিয়ার পর শুক্রবার রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ১২ জুন থেকে বিশেষ ট্রেনটি আবার চালুর সিদ্ধান্তের কথা জানান।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x