1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

১০ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন

  • আপডেট সময় শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৮১
Election

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেটও প্রকাশ করেছে সংস্থাটি।

গত বৃহস্পতিবার (১ জুন) ইসি সচিব মো. জাহাংগীর আলমের স্বাক্ষরিত ওই গেজেট বিশ্লেষণে মোট ১০টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। এছাড়াও নতুন করে প্রশাসনিক এলাকায় সৃষ্টি হওয়ায় সাতটি আসনের পুনর্বিন্যাসও করা হয়।

যেসব আসনের সীমানায় পরিবর্তন এসেছে সেগুলো হলো পিরোজপুর–১, পিরোজপুর–২, কুমিল্লা-১, কুমিল্লা-২, ফরিদপুর–২, ফরিদপুর–৪, গাজীপুর–২ ও গাজীপুর–৫ এবং নোয়াখালী–১ ও নোয়াখালী– ২ আসন। এর মধ্যে চারটি আসনের সীমানায় এসেছে বড় পরিবর্তন।

নতুন সীমানায় পিরোজপুর–১ আসনটিতে থাকছে পিরোজপুর সদর উপজেলা, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা। পিরোপুর–২ আসনটিতে থাকছে কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলা।

কুমিল্লা-১ আসনটি দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে গঠিত হবে। কুমিল্লা-২ আসন নতুন সীমানায় হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে হবে।

নতুন সীমানায় ফরিদপুর–২ আসন থেকে কৃষ্ণপুর ইউনিয়ন বাদ দেওয়া হয়েছে। এই ইউনিয়ন যুক্ত করা হয়েছে ফরিদপুর–৪ আসনের সঙ্গে। আর ফরিদপুর–৪ আসনটি হবে ভাংগা, চরভদ্রাসন, কৃষ্ণপুর ইউনিয়নসহ সদরপুর উপজেলা নিয়ে।

নোয়াখালী–১ আসন থেকে বজরা ইউনিয়ন বাদ দিয়ে নোয়াখালী–২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। নোয়াখালী–১ আসনটি হবে চাটখিল উপজেলা এবং বারগাঁও, নাটেশ্বর, অম্বর নগর ও বজরা ইউনিয়ন বাদে সোনাইমুড়ী উপজেলা নিয়ে।

নতুন সীমানায় নোয়াখালী–২ আসন সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর, অম্বরনগর ও বজরা ইউনিয়ন নিয়ে হবে।

এছাড়া গাজীপুর–৫ আসন থেকে গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কেটে যুক্ত করা হয়েছে গাজীপুর–২ আসনে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x