1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  3. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

১০ উইকেটে জিতল মুস্তাফিজের হায়দরাবাদ

  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬
  • ২৭০
4

ম্যাচের একটি দৃশ্য

ক্রীড়া ডেস্ক : গুজরাট লায়ন্সের ঘরের মাঠে দারুণ বোলিং করেছে সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা।

 

যার কথা না বললেই নয়, তিনি হলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। এই বিস্ময় বালক ৪ ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। শেষ দুই ওভারে ৪ রান করে দিয়েছেন ৮ রান।

 

 

আরেক বোলার ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। মুস্তাফিজ-ভুবনেশ্বরদের বোলিং নৈপূণ্যে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি দারুণ ফর্মে থাকা গুজরাট লায়ন্স।

 

১৩৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান যা করেছেন তা রূপকথার গল্পের মতো। তারা দুজন মিলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন।

 

১৪.৫ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ। ফলে ১০ উইকেটের দারুণ এক জয় পায় তারা। এ জয়টি হায়দরাবাদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ১০ উইকেটের জয়।

 

ব্যাট হাতে ৪৮ বলে ৯টি চারের সাহায্যে ৭৪ রান করে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার। তার সঙ্গে ৪১ বলে ৫টি চারের সাহায্যে ৫৩ রান করে অপরাজিত থাকেন ধাওয়ান।

 

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের বোলার ভুবনেশ্বর কুমার।

 

এ জয়ের ফলে ৪ ম্যাচের ২টিতে জিতে ও ২টিতে হেরে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছেন হায়দরাবাদ।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com