1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

হ্যাটট্রিক করে সুখবর পেলেন নাঈম

  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১২৭
Image 248451 1700316388

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন চট্টগ্রাম বিভাগের তরুণ অফস্পিনার নাঈম হাসান। রাজশাহী বিভাগের বিপক্ষে পেসার মোহর শেখকে দিয়ে শুরু। এরপর সাকলাইন সজীব ও নাহিদ রানাকে আউট করে প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক তুলে নেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

শনিবার (১৮ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই কীর্তি গড়েন নাঈম হাসান। বাংলাদেশে প্রথম শ্রেণিতে এটি ১৯তম হ্যাটট্রিক, এবারের জাতীয় লিগে দ্বিতীয়। এর আগে সিলেট বিভাগের পেসার রেজাউর রহমান ঢাকা মহানগরের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন।

নাঈমের হ্যাটট্রিকের শুরুটা হয় রাজশাহীর ইনিংসের ৪৭তম ওভারের শেষ বলে মোহর শেখকে এলবিডব্লুর ফাঁদে ফেলে। ৪৯তম ওভারে আবার বোলিংয়ে এসে প্রথম বলেই বোল্ড করেন সাকলাইন সজীবকে। এরপর শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা নাহিদকেও বোল্ড করেন নাঈম।

নাঈমের হ্যাটট্রিকে রাজশাহীর ইনিংস থামে ৪৮.২ ওভারে ১৮৯ রানে। সর্বোচ্চ ৭৩ রান এসেছে ওপেনার সাব্বির হোসেনের ব্যাট থেকে। রাজশাহীর হয়ে এ ম্যাচে খেলা বিশ্বকাপ–ফেরত তানজিদ হাসান (১০), নাজমুল হোসেন (৩১) ও মুশফিকুর রহিম (০) বিশেষ কিছু করতে পারেননি।

বোলিংয়ে চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। নাঈমসহ ৩টি করে উইকেট নিয়েছেন বিশ্বকাপ দলে থাকা পেসার হাসান মাহমুদ।

চলতি এনসিএলে ১১ ইনিংসে নাঈম নিয়েছেন ৩১ উইকেট। এর মধ্যে ৫ উইকেটের কোটা ছুঁয়েছেন তিনবার। যার একটিতে ৭ উইকেট নাঈমের।

একসময় বাংলাদেশ টেস্ট দলে নিয়মিত ছিলেন নাঈম। গত বছরের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলার সময় ডান হাতের আঙুলে চোট পেয়ে ছিটকে পড়েছিলেন তিনি। এরপর প্রায় দেড় বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৫ সদস্যের দলে ডাক পেলেন নাঈম।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৮টি টেস্ট খেলেছেন ডানহাতি এই অফ-স্পিনার। যেখানে তার শিকার ৩১টি। এর মধ্যে নাঈমের সেরা বোলিং ফিগার ১০৫ রানে ৬ উইকেট। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটের ৫১ ম্যাচে তিনি ২১৬ শিকার ধরেছেন।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x