1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৭৮
Aw 2408011017

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী বৃহস্পতিবার এ দাবি করেছে।

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, গত ১৩ জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হন। ৭ অক্টোবর ইসরায়েলে হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন দেইফ।

বুধবার ইরানের রাজধানী তেহরানে এক হামলায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। এর এক দিন পর সংগঠনটির সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হওয়ার খবর জানালো ইসরায়েল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘গোয়েন্দা মূল্যায়নের পরে, এটি নিশ্চিত করা যেতে পারে ১৩ জুলাইয়ের হামলায় মোহাম্মদ দেইফকে নির্মূল করা হয়েছিল।’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, মোহাম্মদ দেইফের মৃত্যু হামাসকে ধ্বংস করার ক্ষেত্রে ‘একটি উল্লেখযোগ্য মাইলফলক।’

তিনি আরও বলেন, ‘এই অপারেশনটি এই সত্যটিকে প্রতিফলিত করে যে হামাস ভেঙে যাচ্ছে এবং হামাসের সন্ত্রাসীরা হয় আত্মসমর্পণ করবে কিংবা তাদের নির্মূল করা হবে।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x