1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
হাজার কোটি টাকার কেলঙ্কারি, জিজ্ঞাসাবাদ করা হবে গোবিন্দকে - প্রিয় আলো

হাজার কোটি টাকার কেলঙ্কারি, জিজ্ঞাসাবাদ করা হবে গোবিন্দকে

  • আপডেট সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬
news_1694760809324

বলিউড অভিনেতা গোবিন্দের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার অনলাইন ‘পঞ্জি’ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এ জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

এ সংক্রান্ত সংবাদ সূত্রে জানা গেছে, সোলার টেকনো অ্যালায়েন্স নামের একটি কোম্পানি ক্রিপ্টো কারেন্সির আড়ালে ভারতে দুর্নীতির জাল বিস্তার করেছে। সেই কোম্পানির হয়ে বেশ কয়েকটি বিজ্ঞাপন করেছিলেন গোবিন্দা। সেই প্রেক্ষিতেই বলিউড অভিনেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রতারণা করা ওই সংস্থার কার্যকলাপ সমর্থন করেছেন, এমন অভিযোগ আনা হয়েছে বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ এর বিরুদ্ধে।

এ বিষয়ে ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখার কর্মকর্তা জে এন পঙ্কজ জানান, খুব শীঘ্রই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটি টিম মুম্বাইতে যাবে গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করার জন্য। গত জুলাই মাসে ওই সংস্থার একটি অনুষ্ঠানে গোয়াতে গিয়েছিলেন অভিনেতা।

যদিও পরে ওই কর্মকর্তা বলেন, ‘তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোবিন্দ এই ঘটনায় অভিযুক্ত নন, কিংবা সন্দেহভাজনও নন। পরে যদি দেখা যায় যে, সোলার টেকনো অ্যালায়েন্সের সঙ্গে গোবিন্দ বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তাহলে তাকে সাক্ষী হিসাবে পেশ করা হবে।’

যদিও এই খবর ছড়িয়ে পড়তে অভিনেতার মুখপাত্র বলেন, ‘গোবিন্দ কোনোভাবেই এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন। আধাসত্য খবর প্রকাশ করা হচ্ছে। একটি এজেন্সির মারফত তিনি গোয়ার ওই অনুষ্ঠানে গিয়েছিলেন, ওই সংস্থার সঙ্গে তার কোনও যোগাযোগ নেই।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x