1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

হলিউড অভিনেতা নিকি ক্যাটের আত্মহত্যা

  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৪
1744802632 9b8a9fd9d98401b9db57a676ba29d132

আত্মহত্যা করেছেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট। গত ৮ এপ্রিল ক্যালিফোর্নিয়ার বারব্যাঙ্কে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫৪ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের মেডিকেল পরীক্ষকের অফিস থেকে অভিনেতা নিকি ক্যাটের মৃত্যুকে আত্মহত্যা বলা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘বস্টন পাবলিক’-এ শিক্ষক হ্যারি সিনেটের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান নিকি ক্যাট। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করার পর ‘ড্যাজড অ্যান্ড কনফিউজড’ ও ‘বয়লার রুম’সহ কয়েকটি সিনেমায় কঠিন চরিত্রে অভিনয় করেছেন নিকি ক্যাট।

প্রখ্যাত ফিল্মমেকার রিচার্ড লিংকলেটারের সঙ্গে ‘ওয়াকিং লাইফ’, ‘স্কুল অব রক’ সিনেমায় কাজ করেছেন নিকি ক্যাট। আবার নির্মাতা স্টিভেন সোডারবার্ডের ‘দ্য লাইমি’ সিনেমায় স্ট্যাসি দ্য হিটম্যানের চরিত্রে, ‘ফুল ফ্রন্টাল’ সিনেমায় হিটলারের চরিত্রে এবং ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলব্রা’ সিনেমায় দেখা গেছে তাকে।

ব্রিটিশ-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা কিস্ট্রোফার নোলানের ‘ইনসমনিয়া’ ও ‘দ্য ডার্ক নাইট’ সিনেমায়ও অভিনয় করেছেন নিকি কাট। এতে একজন সোয়াত টিমের সদস্যের ভূমিকা অভিনয় করেছিলেন তিনি।

নিকি ক্যাটের বেড়ে উঠা লস অ্যাঞ্জেলেসে। তিনি টেলিভিশনে শিশু অভিনেতা হিসেবে ‘গ্রেমলিনস’ ও ‘দ্য বার্বস’-এ ছোট ছোট চরিত্রে অভিনয় শুরু করিছলেন। এছাড়া ‘হার্বি, দ্য লাভ বাগ’, ‘ভি’, ‘কুইন্সি এমই’, ‘ফাদার মারফি’ ও ‘ল অ্যান্ড অর্ডার’ সিরিজে অভিনয় করেছেন তিনি। ২০১৮ সালে ‘ক্যাজুয়াল’ সিরিজে কৃতিত্বপূর্ণ উপস্থিতি দেখা গেছে তার।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com