1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
হঠাৎ হার্ট অ্যাটাক সুস্মিতা সেনের, বসানো হয়েছে রিং - প্রিয় আলো

হঠাৎ হার্ট অ্যাটাক সুস্মিতা সেনের, বসানো হয়েছে রিং

  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৫১
Unnamed

হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। পরিস্থিতি এতটাই নাজুক যে, হার্টে রিং বসাতে হয়েছে তার। তবে এখন আপাতত সুস্থ রয়েছেন অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।

বৃহস্পতিবার (২ মার্চ) ইনস্টাগ্রামে এ তথ্য নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

তিনি লিখেছেন, কয়েক দিন আগে আমার হার্ট অ্যাটাক হয়। অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। স্টেন্ট বসেছে যথাস্থানে। সব থেকে বড় কথা, আমার চিকিৎসক বলেছেন, আমার হৃদয় সত্যিই বড়। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা সেই সময় আমার পাশে ছিলেন।

আবেগঘন এই পোস্টে সুস্মিতা আরও লেখেন, এই মুহূর্তে এই পোস্টটা দেয়ার একটাই কারণ। আমি এখন অনেকটাই সুস্থ। আরও কিছু বছর বেঁচে থাকতে পারবো। তোমাদের সবাইকে ভালবাসি।

উল্লেখ্য, ৫০ বছর বয়সী এই অভিনেত্রী বরাবরই স্বাস্থ্য সচেতন। নিজের শরীরের প্রতি বাড়তি খেয়াল রাখেন তিনি। নিয়মিত শরীর চর্চাও করেন। তবু কেনও হৃদরোগে আক্রান্ত হলেন সেই প্রশ্ন সবার। তবে তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠুন, সেই প্রার্থনাই ভক্ত মহলের।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x