1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

হঠাৎ যে কারণে শাহরুখের পোজ নকল করলেন অমিতাভ

  • আপডেট সময় রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১২
Image 370251

কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬-তে সম্প্রতি অমিতাভ বচ্চন শাহরুখ খানের জনপ্রিয় পোজ নকল করে দেখালেন, তাও তার হট সিটে বসে বসেই! সেটা দেখেই বাকরুদ্ধ দর্শকরা। এই পোজ করেই কী বললেন বিগ বি? কী ঘটেছে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৬-তে?

অনুষ্ঠানের সম্প্রতি প্রচারিত এক পর্বে গুজরাটের এক কাফটসম্যান হর্ষ উপাধ্যায় হট সিটে বসেন। তিনি এদিন ১২ লাখ ৫০ হাজারসহ ৮০ হাজার টাকা বোনাস নিয়ে বাড়ি যান। এরপর রাঁচির রশ্মি কুমারী হট সিটে আসেন।

কিন্তু অমিতাভ বচ্চন যখন তার নাম প্রথমে ঘোষণা করেন তিনি চুপচাপ বসেই থাকেন। ভাবেন বুঝি ভুল করে তার নাম ডেকেছেন সঞ্চালক। এরপর তিনি যখন সত্যিটা বুঝে হট সিটে আসেন তখন অমিতাভ বচ্চন বলেন, ‘আমি ভাবলাম বোধহয় ভুল নাম ডেকেছি। কাঁদবেন না প্লিজ। তাহলে আমার চাকরিটাই চলে যাবে।’

এরপর পেশায় ব্যাংকার ওই প্রতিযোগীকে একাধিক প্রশ্ন করেন বিগ বি। সেখানেই শাহরুখ খানকে নিয়ে একটা প্রশ্ন করেন। তখনই তিনি তার সিটে বসে বসেই কিং খানের হাত ছড়ানো সেই বিখ্যাত সিগনেচার পোজ নকল করেন।

তারপর শাহরুখের একটি ছবি দেখিয়ে অমিতাভ বচ্চন বলেন, ‘এই ছবি ওর (শাহরুখ) বাড়ি মান্নাতের সামনে ওর যে লাখ লাখ ভক্ত আসে ওর সঙ্গে দেখা করতে সেটার জন্য একটা উঁচু মঞ্চ বানিয়ে ওখান দিয়ে এই পোজ দেয়। তাতেই লোক পাগল হয়ে যায়।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x