1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
হজ প্যাকেজের দাম কমাবে না সরকার - প্রিয় আলো

হজ প্যাকেজের দাম কমাবে না সরকার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৪
kaba

হজ প্যাকেজের মূল্য কমাবে না সরকার। একইসাথে নিবন্ধনের সময়ও আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন।

তিনি বলেন, একমাত্র বিমান ভাড়া ছাড়া আর কোথাও টাকা কমানোর সুযোগ নেই। কিন্তু বিমান ভাড়া কমাতেও কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের।

বৃহস্পতিবার তিনি এসব তথ্য জানান।

নিবন্ধনের সময় অনুযায়ী আজ বৃহস্পতিবারই শেষ হচ্ছে হজের নিবন্ধনের সময়। রাত ১১টা পর্যন্ত হজের নিবন্ধন করার সুযোগ থাকছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এবার অতিরিক্ত হজ প্যাকেজ মূল্যের কারণে নিবন্ধন সময় তিন দফা বাড়ানো হয়। তারপরেও কোটা পূরণে হিমশিম অবস্থা ধর্ম মন্ত্রণালয়ের।

এর আগে, গত ৭ মার্চ ধর্ম মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধনের বর্ধিত সময় ১৬ মার্চ পর্যন্ত করা হয়েছিলো।

এ বছর সরকারিভাবে হজে যেতে মোট ব্যয় ধরা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৫ টাকা। বেসরকারিভাবে ধরা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2022.
Site Customized By NewsTech.Com
x