1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

স্বর্ণের দামে আবারও নতুন রেকর্ড, বাড়লো রুপার দামও

  • আপডেট সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৫৯
Gold 1024x576

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। এই মানের স্বর্ণ কিনতে আজ বুধবার পর্যন্ত (৩০ অক্টোবর) খরচ করতে হয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা।

নতুন এই দর আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে। আজ বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের তথ্য জানায়। বরাবরের মতো স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বলে জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ৯৬ হাজার ৫২০ টাকায় বিক্রি করা হবে।

এদিকে অনেকদিন পর রুপার দাম বাড়িয়েছে বাজুস। ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৭৪১ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১ হাজার ৬৮০ টাকায় বিক্রি হবে।

সবশেষ গত ২২ অ‌ক্টোবর স্বর্ণের দাম বাড়িয়েছিল। যা পরদিন ২৩ অক্টোবর কার্যকর হয়। সেই হিসেবে আজ বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের একভরি স্বর্ণ ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৩৫ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৬ হাজার ১৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৯৫ হাজার ৪২৩ টাকায় বিক্রি হয়েছে।

অপরদিকে আজ পর্যন্ত ২২ ক্যারেটের একভরি রুপা দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটে দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ২৮৩ টাকায় বিক্রি হয়েছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com