1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন

  • আপডেট সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৫২
Soro 20250313185023

রাজধানীর বারিধারায় ডিওএইসএসে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) বসবাস করা ভবনের একটি ইউনিটে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ভবনের ৫ম তলায় রান্নাঘর থেকে মূলত আগুন লাগার এ ঘটনা ঘটে। তবে ওই ইউনিটটি একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া রয়েছে বলে জানা গেছে।

আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, হঠাৎ দেখা ওই ভবন থেকে ধোঁয়া দেখতে পাওয়ায়, ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রতিবেশীরা। মূলত পাঁচতলায় রান্নাঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পৌঁছানোর পর কোন বেগ ছাড়াই আগুন নিভিয়ে ফেলে।  ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৭টা ২৪ মিনিটের ঘটনাস্থল ত্যাগ করে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, বারিধারা ডিওএইসএস এক নম্বর রোডের ১৫১ নম্বর ওই বাসাটির দ্বিতীয় তলায় বসবাস করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর আগুন লাগা ভবনটির পাঁচ তলার একটি বায়িং হাউজ অফিস ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় ফায়ার সার্ভিস।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x