গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইউরোপের দেশ স্পেন। ভারী বৃষ্টিপাতের কারণে এখনও বিচ্ছিন্ন এলাকায় পৌঁছানোর জন্য লড়াই করছে দেশটির উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৫ জন।
শুক্রবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড অপারেশনাল কো-অর্ডিনেশন সেন্টার (সিইসিওপি) জানায়, ভ্যালেন্সিয়াজুড়ে এ পর্যন্ত ২০২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া, কাস্টিলা লা মাঞ্চা অঞ্চলে দুজন এবং আন্দালুসিয়ায় আরও একজন মারা যাওয়ার খবর রয়েছে।
এছাড়াও বন্যায় কাস্টিলা লা মাঞ্চা অঞ্চলে দুজন এবং আন্দালুসিয়ায় আরও একজন মারা গেছেন। প্রাকৃতিক দুর্যোগটিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভ্যালেন্সিয়া অঞ্চলে। ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে এলাকাজুড়ে হয়েছে বিপুল ক্ষয়ক্ষতি। গাড়িগুলো ভেঙে পড়েছে পরস্পরের ওপর।
বন্যার কারণে উপড়ে গেছে গাছপালা। এছাড়াও, অনেক জায়গায় ভেঙে পড়েছে বিদ্যুতের লাইন। মাটিতে আটকে পড়েছে ঘরের বিভিন্ন সামগ্রী। এরইমধ্যে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বাসিন্দারা।
বন্যার পানি কমে যাওয়ার পর ভ্যালেন্সিয়া জুড়ে হাজার হাজার মানুষ গণ পরিচ্ছন্নতায় অংশ নেয়। স্থানীয় বাসিন্দারা বালতি, বেলচা, ঝাড়ু, মপ এবং পানির বোতল নিয়ে ঘরবাড়ি পরিষ্কারে নেমে পড়েন।