1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম

‘স্ত্রী টু’ সাফল্যের পরেই পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন রাজকুমার!

  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫০
1732677105 C214d86024a258751bea41bdf5ec122b

চলতি বছরে মুক্তি পেয়েছে ‘স্ত্রী টু’। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত এই ছবি বক্স অফিসে বিপুল ব্যবসা করে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, সাফল্যের শীর্ষে পৌঁছে নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন অভিনেতা রাজকুমার রাও।

তিনি নাকি এখন ছবি প্রতি ৫ কোটি টাকা করে পারিশ্রমিক চাইছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতার বক্তব্য তিনি ‘বোকার মতো প্রযোজক’দের বোঝা হতে চান না। তিনি এটাও বলেন, তার প্যাশনের ‘উপজাত’ বিষয় হচ্ছে টাকা।

পারিশ্রমিক বেড়ে যাওয়া প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি তো প্রতিদিন আলাদা আলাদা টাকার অঙ্ক দেখতে পাই। আমি বোকা নই যে আমার প্রযোজকদের বোঝা বাড়াব। সবচেয়ে বড় ব্লকবাস্টার সিনেমার অংশ হওয়ার জন্য আমি অভিনেতা হিসেবে বদলে যাইনি, টাকা কেবল আমার প্যাশনের সঙ্গে আসে।’

এরপর বলেন, ‘আমি সারা জীবন কাজ করতে চাই যাতে আমি এমন চরিত্রের খোঁজে থাকতে পারি যা আমাকে সারপ্রাইজ করবে, উত্তেজিত করবে, চ্যালেঞ্জ করবে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।’

সম্প্রতি অভিনেতা জানান, বাকি অভিনেতাদের মতো ৫-৬ কোটি টাকার গাড়ি কেনার ক্ষমতা তার নেই। রাজকুমার বলেন, ‘ভাই, সত্যি কথা বলতে লোকের যতটা মনে হয় আমার অত টাকা নেই। আমার ১০০ কোটি টাকা নেই।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com