কিছু আমেরিকান অত্যাচারীদের পক্ষ নেয়ার অভিযোগ তুলে আমেরিকার কাছে স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন এক ফরাসি রাজনীতিবিদ।
রোববার (১৬ মার্চ) ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রাফায়েল গ্লাকসম্যান একটি সমাবেশে এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন’র এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গ্লাকসম্যান বলেন, আমাদের স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে দিন। এটি আপনাদের জন্য উপহার ছিল। কিন্তু এখন মনে হচ্ছে আপনারা এর মর্যাদা ধরে রাখতে পারছেন না। ফরাসি এ রাজনীতিবিদ আরও বলেন, ট্রাম্পের বিশ্বাসঘাতকতায় আমি ভীত। তাই আমরা প্রতীকীভাবে স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে নিতে পারি।
সোমবার (১৭ মার্চ) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট গ্লাকসম্যানের প্রতি পাল্টা আক্রমণ করেন। সেই রাজনীতিবিদকে কটাক্ষ করে অজ্ঞাতনামা নিম্নস্তরের ফরাসি রাজনীতিবিদ বলে উল্লেখ করেন। তিনি ফরাসিদের মনে করিয়ে দেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কারণেই ফরাসিদের এখন জার্মান ভাষায় কথা বলতে হচ্ছে না। অর্থাৎ তারা তাদের মাতৃভাষায় কথা বলতে পারছেন। কারণ ২য় বিশ্বযুদ্ধে যদি যুক্তরাষ্ট্র মিত্রবাহিনীর সমর্থনে লড়াই না করতো, তাহলে হয়তো আজ তারা জার্মানদের অধীনেই থাকতো। তাই তিনি ফরাসিদের আমেরিকার প্রতি কৃতজ্ঞ থাকতে বলেন।
এরপর গ্লাকসম্যান এক্স এবং ইনস্টাগ্রামে একাধিক পোস্টে এর প্রতিক্রিয়া জানান। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে লড়াই করা মার্কিন বীরদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে সেইসাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ট্রাম্পের প্রকাশ্য খারাপ আপরণের কথাও সামনে আনেন।
তিনি আরও বলেন, কেউ স্ট্যাচু অফ লিবার্টি চুরি করতে যাবে না। মূর্তিটি আপনাদেরই। কিন্তু এটি যে লক্ষ্যে আপনাদের দেয়া হয়েছিল সে অনুভূতিটি সবার। সেইসাথে তিনি এও বলেন, মুক্ত বিশ্ব যদি আপনাদের আর ভালো না লাগে তাহলে আমরা ইউরোপীয়রাই সেই মশাল হাতে নিয়ে নেব।
মূর্তিটি ফ্রান্সের পক্ষ থেকে আমেরিকার প্রতি বন্ধুত্বের উপহার ছিল। ১৮৮৬ সালে উদ্বোধন করা মূর্তিটি রোমান স্বাধীনতার দেবী লিবার্টাসকে প্রতিনিধিত্ব করে। এর ডান হাতে একটি মশাল এবং বাম হাতে একটি বই এর মত ফলক আছে। যার ওপর মার্কিন স্বাধীনতা ঘোষণার তারিখ লেখা আছে। এছাড়া একটি ভাঙ্গা শিকল মূর্তির পর্দার নিচে পড়ে আছে। যা মূলত সকল ধরনের দাসত্ব এবং নিপীড়নের অবসানকে নির্দেশ করে।
রাফায়েল গ্লাকসম্যান প্লেস পাবলিক পার্টির সহসভাপতি। বর্তমানে ইউরোপীয় সংসদে তাদের তিনটি আসন রয়েছে। সেইসাথে ফরাসি সংসদে একটি এবং দেশের সিনেটে আরও একটি আসন রয়েছে।
এ বক্তব্যের কারণে গ্লাকসম্যান বর্তমানে ফরাসি মিডিয়াতে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছেন। অবস্থা এমন যে এটাও গুজব ছড়িয়েছে, গ্লাকসম্যান ২০২৭ সালে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন।