1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫
Lylli

চ্যাম্পিয়নস লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও স্টুটগার্টের ম্যাচের ফলাফল দেখে মনে হতে পারে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে রিয়াল। তবে, শুরুতেই রিয়ালের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে জার্মান ক্লাবটি।

এমনকি, পিছিয়ে পড়েও দারুণ গোলে সমতায় ফিরে জয় খুঁজছিল দলটি। তবে রিয়াল মাদ্রিদের চিরায়ত শেষের আক্রমণে আর ঘুরে দাঁড়াতে পারেনি জার্মান ক্লাবটি। ফলে লড়াই করেও শেষ পর্যন্ত হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো স্টুটগার্টকে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেবাস্তিয়ান হোয়েনেসের শিষ্যদের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

ম্যাচের প্রথমার্ধ আটকে রাখলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ৬৮তম মিনিটে স্টুটগার্টকে সমতায় ফেরান ডেনিস উনডাভ।

তবে ৮৩তম মিনিটে জার্মান ফুটবলার আন্তোনিও রুডিগার এবং যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচেই গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রাজিলিইয়ান এন্দ্রিক। অবশেষে, দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে রিয়াল পেলো শুভসূচনা।

তবে স্কোরলাইন দেখে ম্যাচজুড়ে কী হয়েছে, তা বোঝার উপায় নেই। এদিন বল দখলের লড়াইয়ে রিয়ালের চেয়ে এগিয়ে ছিল স্টুটগার্ট (৫২ শতাংশ)। গোলে শট নেওয়ায়ও রিয়ালকে (৮টি) টক্কর দিয়েছে দলটি (৭টি)।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x