1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
সেরা উইকেটরক্ষক হওয়ার দৌড়ে লিটন - প্রিয় আলো

সেরা উইকেটরক্ষক হওয়ার দৌড়ে লিটন

  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৬০
Image 241967 1696157676

বিশ্বকাপ মানেই আলাদা উন্মাদনা। বৈশ্বিক এই মহাযজ্ঞের জ্বরে ভুগছে গোটা দুনিয়া। আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে বৈশ্বিক এই মহাযজ্ঞের।

তারই ধারাবাহিকতায় বরাবরের মতো এবারও চলছে সাবেক ক্রিকেটার ও ক্রিকেটবোদ্ধাদের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠবে শিরোপা, কে হবেন সেরা খেলোয়াড় সেসব নিয়ে।

এবারে সেই উন্মাদনাকে আরও একধাপ বাড়িয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

কিছুদিন আগেই তারকা ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপের সেরা একাদশ সাজানোর ঘোষণা দিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

সেই একাদশ সাজানোর অংশ হিসেবে রোববার (১ অক্টোবর) পাঁচজন শীর্ষস্থানীয় উইকেটরক্ষকের নাম প্রকাশ করেছে আইসিসি।

আইসিসির প্রকাশিত সেই তালিকায় সেরা একাদশের উইকেটরক্ষক হিসেবে আইসিসির পছন্দের তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসের। আইসিসির চোখে সেরা পাঁচ উইকেটরক্ষকের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান ডানহাতি এই ব্যাটারের।

আইসিসির সেই তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। দুইয়ে রয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারেস্টো, তিনে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, চারে ইংল্যান্ডের জস বাটলার ও পাঁচ নম্বরে অবস্থান লিটনের।

আইসিসির প্রকাশিত সেই তালিকা অনুযায়ী ডি কক, জনি বেয়ারেস্টো ও ডেভন কনওয়ের রেটিং পয়েন্ট ৯। অপরদিকে জস বাটলার ও লিটন দাসের রেটিং পয়েন্ট ৮ দশমিক ৫।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x