1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

সেমিফাইনালে হেরে বিদায় মেসির মায়ামিরও

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৬
A8f9799789f249d80e9f82cfc4a280d93742caeed250d2010abbf0e4646a9cac.0

মৌসুমের শুরুটা দারুণ হলেও শেষটা ভালো হয়নি ইন্টার মায়ামির। কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো মেসি-সুয়ারেজদের।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১ মে) ভোর সাড়ে ৬টায় ঘরের মাঠে ভ্যাঙ্কুভারের কাছে ৩-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। এতে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলো তারা।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। ম্যাচের নবম মিনিটে তার ফলও পেয়ে যায়। সুয়ারেজের পাস থেকে গোল করেন আলবা। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় মায়ামি। তখনও ম্যাচে ফেরার সুযোগ ছিল তাদের। আরেকটি গোল করলেই দুই লেগ মিলিয়ে সমতায় ফিরতে পারতো তারা।

তবে দ্বিতীয়ার্ধে উল্টো মায়ামির ওপর চেপে বসে ভ্যাঙ্কুভার। ব্রায়ান ওয়াইটের গোলে ৫১ মিনিটে সমতায় ফেরে তারা। তার দুই মিনিট পরই আবারও মায়ামির জালে বল পাঠায় সফরকারীরা। এবার স্কোরার পেদ্রো ভিতা।

এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি মেসি-সুয়ারেজরা। উল্টো ৭১ মিনিটে আরও এক গোল হজম করে মায়ামি। সাব্বি’র পাস থেকে ভ্যাঙ্কুভারকে তৃতীয় গোলটি এনে দেন সেবাস্তিয়ান বারহাল্টার। শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে পারেনি। এতে ফাইনালের টিকিট নিয়ে হুল্লোড় করে মাঠ ছাড়ে ভ্যাঙ্কুভার।

এই পরাজয়ে একই দিনে নিজ নিজ দলের মহাদেশীয় প্রতিযোগিতা থেকে বাদ পড়তে হলো ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে। ঘটনা দুটি ঘটেছে বাংলাদেশ সময় রাতে ও ভোরে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com