1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  3. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৪৪

আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হয়েছে। তারা (ভারত) একটি সময়সূচি দিয়েছে। আমরা এখন বিষয়টি নিয়ে কাজ করব।’

ভারত সফর শেষে ঢাকায় ফিরে সোমবার (২০ জুন) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেছেন, ‘জাতিসংঘ অধিবেশনের আগেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। আমরা দিল্লির সঙ্গে এটা নিয়ে আলাপ করেছি। তারাও সে সময়ে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নিচ্ছেন।’

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দিল্লিতে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশে বন্যার বিষয়ে ভারতের কাছে আগাম তথ্য থাকলে সেটা আমরা আগেভাগেই শেয়ার করতে অনুরোধ জানিয়েছি।’

তিনি বলেন, ‘ভারত থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা গম আমদানি করতে পারবে। এটা নিয়ে আলাপ হয়েছে। এছাড়া, পি কে হালদারকে আমরা ফিরিয়ে আনার কথাও বলেছি।’

সীমান্তে হত্যা বন্ধে ভারত অঙ্গীকার করেছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আপনারা হয়তো খেয়াল করেছেন, গত আট-দশ দিনে সীমান্তে কোনো হত্যাকাণ্ড হয়নি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সকল নদীপথ উন্মুক্ত করার আহ্বান জানিয়েছি। আমরা চাই, এসব নদীপথ দিয়ে ব্যবসা-বাণিজ্য বাড়ুক।’

বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দিতে গত ১৮ জুন দিল্লি সফরে যান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার সন্ধ্যায় দেশে ফিরেন তিনি।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com