উচ্চ রক্তচাপজনিত জটিলতায় হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর এ তথ্য জানান।
তিনি জানান, অনেক আগে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের ডেঙ্গু হয়েছিল। এরপর তিনি সুস্থ হন। তবে সম্প্রতি তিনি উচ্চ রক্তচাপের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং বাড়িতেই অবস্থান করছেন।
উল্লেখ্য, মো. শাহাব উদ্দিন মৌলভীবাজার-১ আসন থেকে সপ্তম, নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদে তিনি হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।