সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে আসা মালদ্বীপের প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনান বিচারকাজ পর্যবেক্ষণ করেছেন।
রবিবার (৫ নভেম্বর) তিনি প্রথমে হাইকোর্ট বিভাগের এবং পরে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বেলা সাড়ে ১১টার পর থেকে প্রায় আধা ঘণ্টার মতো তিনি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে বসে বিচারকাজ পর্যবেক্ষণ করেন।
এ সময় আপিল বিভাগের বেঞ্চে বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন।
শনিবার (৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।