সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ড. রফিকুর রহমানের মৃত্যুতে আজ অর্ধবেলা সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
সোমবার (৩ জুন) তিনি আরও জানান,আগামীকাল এই প্রবীণ আইনজীবীর জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তবে কাল যথারীতি বিচারকাজ চলবে সুপ্রিম কোর্টে।
এর আগে সোমবার ভোর ৬টা ১৯ মিনিটে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর রফিকুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মুহাম্মদ সাইফুর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ডক্টর রফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
রফিকুর রহমান ১৯৫৩ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ১৯৮০ থেকে ১৯৮১ ও ১৯৯১ থেকে ১৯৯২ সেশনে দুইবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।