1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
সুদান থেকে আরও বাংলাদেশি উদ্ধার - প্রিয় আলো

সুদান থেকে আরও বাংলাদেশি উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২১
image-221450-1682769354

যুদ্ধবিধ্বস্ত দেশ সুদান থেকে আরও কয়েকজন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) সৌদি আরবের উদ্ধারকারীরা তাদরে উদ্ধার করে। একই সময়ে আরও প্রায় ১ হাজার ৯০০ জন মানুষকে উদ্ধার করে সৌদির নৌবাহিনী। তাদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি, তা ঠিক জানা যায়নি।

সংবাদমাধ্যম আল আরাবিয়া সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজ আমানায় করে রাজধানী জেদ্দার কিং ফয়সাল নৌ ঘাঁটিতে প্রায় ১ হাজার ৯০০ জন মানুষকে আনা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বাংলাদেশিসহ ৫২ জন বিদেশিকে নিয়ে ওমান থেকে জেদ্দায় আসে সৌদির নৌবাহিনীর অপর একটি জাহাজ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতিতে আরও জানায়, রাজতন্ত্রের নেতৃবৃন্দের নির্দেশে চলমান উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে, শনিবার (২৯ এপ্রিল) সুদান প্রজাতন্ত্র থেকে উদ্ধারকৃতদের জেদ্দায় আনা হয়েছে। যার মধ্যে ২০ জন সৌদি আরবের নাগরিক রয়েছেন। আরও প্রায় ১ হাজার ৮৬৬ জনকে উদ্ধার করে আনা হচ্ছে। এদের মধ্যে বাংলাদেশ, থাইল্যান্ড, সুইডেন, কেনিয়া, তিউনিসিয়া, ইরাক, লিবিয়া, মরক্কো, জর্ডান, মরিশানিয়া, অস্ট্রেলিয়া, রুয়ান্ডা, গাম্বিয়া, ইরিত্রি, মালাওই, মেসেডোনিয়া, ফ্রান্স,

ভারত, নরওয়ে, ফিলিস্তিন, ইয়েমেন, যুক্তরাষ্ট্র, সিরিয়া, ফিলিপাইন, নাইজেরিয়া, তানজানিয়া, ইরান, পাকিস্তান, কানাডা, রাশিয়া, পানামা, ইকুয়েডর, আয়ারল্যান্ড, গ্রিস, ভিয়েতনাম, নেপাল, বসনিয়া, দক্ষিণ সুদান, সোমালিয়া, বুরকিনা ফাসো, আইভরি কোস্ট, ঘানা, জিম্বাবুয়ে, বুরুন্ডি, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিয়ন, যুক্তরাজ্য, বেলজিয়াম, বেনিন, নেদারল্যান্ডস, মিসর, সুদান, মরিশাস, মিয়ানমার, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান, মঙ্গোলিয়া, তুরস্ক, ইতালি, ইথিওপিয়া, চাঁদ, রোমানিয়ার নাগরিক এবং জাতিসংঘের কয়েকজন সদস্য রয়েছেন।

সৌদির দাবি, সুদানে ১৫ এপ্রিল সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) সেনাদের মধ্যে সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ৪ হাজার ৮৭৯ মানুষকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে সৌদি কিংডমের নাগরিক হলেন ১৩৯ জন। বিশ্বের ৯৬টি দেশের নাগরিক উদ্ধার করা হয়েছে ৪ হাজার ৭৩৮ জন।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2022.
Site Customized By NewsTech.Com
x