1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

সুইডেনে স্কুলে বন্দুক হামলায় প্রায় ১০ জন নিহত

  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩
Swed 1024x576

সুইডেনের পশ্চিমে অবস্থিত ওরেব্রো শহরে প্রাপ্তবয়স্কদের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।

পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে হামলাকারী বন্দুক নিয়ে রিসবার্গস্কা নামক স্কুলটিতে প্রবেশ করে। এ সময় হামলাকারী এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তকর্মীদের গুলিতে হামলাকারী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা স্কুলভবনটিতে তল্লাশী চালাচ্ছে। তবে এখনও হামলার উদ্দেশ্য জানা যায়নি।

পুলিশ আরও জানায়, একজন বন্দুকধারীই এই হামলা ঘটিয়েছে বলে ধারণা হচ্ছে। এই হামলার সাথে কোনো গোষ্ঠী জড়িত আছে বলে আপাতত মনে হচ্ছে না। এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এদিকে এই ঘটনাকে সুইডেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন শোক প্রকাশ করেছেন।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x