1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

সীমান্ত হত্যা বন্ধে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭
Home Adv 1024x576

ভবিষ্যতে সীমান্তে যেন আর কোন হত্যাকাণ্ড না ঘটে সেজন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এবার পূজা দেখতে সীমান্ত দিয়ে কেউ যেন অবৈধভাবে যাওয়া-আসা করতে না পারে সেই নির্দেশনাও দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দুর্গাপূজা নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখার অনুরোধ জানান। এছাড়া আজানের ৫ মিনিট আগে থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখতেও অনুরোধ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, এবারও অন্যান্য বছরের মতো উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন হিন্দু ধর্মালম্বীরা। এবার দেশজুড়ে ৩২ হাজার ৬৬৬ মন্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এছাড়া ঢাকার দুই সিটিতে ২০৫টি মন্ডপে পূজা উদযাপন হবে। পূজা উপলক্ষে দেশজুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x