1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম

সীমান্তে ঢুকে ৫ বাংলাদেশিকে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

  • আপডেট সময় শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯
16aa3f9d81001d8ee853272614d56c62457a194664dcea9fd410b99b4c8f6949.0

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারী সীমান্তে ৫ বাংলাদেশিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী আন্তর্জাতিক সীমান্ত পিলার নং- ৯৩০/৮এস এর কাছে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে লাঠিচার্জ করে বিএসএফ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের নারায়ণগঞ্জ-১৩৮ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা কাঁটাতার পার হয়ে সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫শ’ গজ ভেতরে প্রবেশ করে। এ সময় স্থানীয় বাংলাদেশি কৃষকরা প্রতিবাদ করলে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা লাঠিচার্জ করে। এ সময়য় ৫ বাংলাদেশি আহত হন।

আহতরা হলেন, শামছুল হক (৬০), জাবেদ আলী (৫৫), তাজুল ইসলাম (৪০), কাশেম আলী (৫০), রিপন (৩৫) ।

গোরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

তবে এই বিষয়ে লালমনিরহাট-১৫বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল শাকিল আলম জানান, বিএসএফ বাংলাদেশে এসে বাংলাদেশিদের মারধর করবে এটা সহজ কাজ নয়। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন তিনি।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x