টেকনাফ স্থলবন্দর লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। টেকনাফ স্থলবন্দরে দুটি গুলি এসে পড়ে। একটি গুলি লেগেছে বন্দরের ব্যবস্থাপকের কার্যালয়ে। গুলির আঘাতে বাইরের কাচ ভেঙে গেছে। অপর গুলিটি বন্দরের অভ্যন্তরে থাকা একটি ট্রাকের সামনের গ্লাসে আঘাত করে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার জসিম উদ্দিন জানান, হঠাৎ করে মিয়ানমারের দিক থেকে গোলাগুলির শব্দ শোনা যায় এর মধ্যে দুইটি গুলি এসে লাগে বন্দরে। একটি গুলি বন্দরের মূল ভবনের হিসাব কক্ষের কাঁচের গ্লাসে আঘাত করে অপর গুলিটি একটি ট্রাকের সামনের গ্লাসে লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
এরপরও থেমে থেমে গুলির শব্দ ভেসে আসছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় স্থলবন্দর এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।