1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  3. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

সীতাকুণ্ডে ডিপোতে লাগা আগুন নাশকতা কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে : নৌ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২০৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নাশকতার সন্দেহ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে কোনও বিস্ফোরক ছিল না, তবে ডিপোতে লাগা আগুন নাশকতা কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

মঙ্গলবার সীতাকুণ্ড ঘুরে এসে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোনও বিস্ফোরক ছিল না। যেহেতু বিস্ফোরক না, এ কারণে সে ঘোষণা তারা দেয়নি। এটা দীর্ঘদিন ধরেই রপ্তানি হচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে। বিক্রিয়া হয়ে বিস্ফোরণ হয়েছে। এ কারণে প্রথমে যারা নেভাতে গিয়েছিল তারা আক্রান্ত হয়েছে। যাওয়ার আগে যেটা চিন্তা করে গিয়েছিলাম গিয়ে অন্য চিত্র দেখলাম।

নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, এখানে হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানি পণ্য হিসেবেই মজুদ ছিল। সব কোড মেনেই এখানে ডিপো করা হয়েছে। যতটুকু দেখলাম, কিছু কন্টেইনারে আগুন, মাঝে আবার কিছু হয়নি। আবার পরে হয়েছে। এটা সন্দেহজনক, অস্বাভাবিক আগুন।

খালিদ মাহমুদ বলেন, কোনও বিস্ফোরক ছিল না। যেহেতু বিস্ফোরক না এ কারণে সে ঘোষণা তারা দেয়নি। এটা দীর্ঘদিন ধরেই রপ্তানি হচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে। যে ১৮-১৯টি ডিপো আছে তার মধ্যে সবচেয়ে ভালো ব্যবস্থাপনা বিএমের ছিল বলেও জানান তিনি। পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে বলেও সন্দেহের কথা জানান নৌ প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com