চলচ্চিত্রের প্রচার ও প্রসারের জন্য সিনেপ্লেক্স বানাতে চলচ্চিত্র সংশ্লিষ্টদের ব্যাংক লোনের ব্যবস্থা করে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২১ জুন) দুপুরে বিএফডিসিতে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ আয়োজিত মরহুম আকবর হোসেন পাঠান ফারুকের স্মরণ সভায় এ কথা বলেন মন্ত্রী।
আগামী দুই বছরের মধ্যে বিএফডিসিতে চলচ্চিত্রের নতুন ভবন নির্মাণ কাজ শেষ হবে বলে জানান তিনি।
তথ্যমন্ত্রী জানান, দু’টি সিনেপ্লেক্স, চারটি শুটিংফ্লোরসহ বেশ কয়েকটি সুইমিংপুলও থাকবে ভবনটিতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের চলচ্চিত্র আবারও ঘুরে দাঁড়াবে এবং বিশ্ব অঙ্গনে সমাদৃত হবে বলেও আশা প্রকাশ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
মরহুম আকবর হোসেন পাঠান ফারুকের স্মৃতিচারণ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অভিনয়শিল্পীরা কখনও মরে যান না। তাদের কাজ এবং কর্মগুণেই তারা চলচ্চিত্র অঙ্গনে চিরকাল বেঁচে থাকেন।