1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

সিআইডি প্রধানকে পুলিশ অধিদপ্তরে বদলি

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৫৫
Img 20240813 163207

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে সরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়।

তবে সিআইডি প্রধানের দায়িত্ব এখনও কাউকে দেওয়া হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি), র‍্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে সিআইডির দায়িত্ব নেন মোহাম্মদ আলী মিয়া। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় জন্মগ্রহণ করেন। মোহাম্মদ আলী ১৫তম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

তিনি ডিআইজি হিসেবে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, হবিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। সিআইডির আগে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করছিলেন।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x