1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
রাত ১১টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ গাজীপুরে অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪ হলফনামায় শেখ হাসিনার তথ্য গোপন, ব্যবস্থা নিতে দুদককে চিঠি ইমামদের নিয়োগ ও বরখাস্ত সরকারি নীতিমালা অনুযায়ী হতে হবে : ধর্ম উপদেষ্টা বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের প্রশংসা স্পেসএক্স’র ভাইস প্রেসিডেন্টের গোপালগঞ্জে কারফিউর সময় ফের বাড়লো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘের মানবাধিকার মিশন মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধের আহ্বান বিএনপির জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: আসিফ মাহমুদ পদদলিত হয়ে সমর্থকদের মৃত্যুর জন্য কোহলিকে দুষছেন কর্নাটক সরকার

সালমানের বিগ বসে এবার অংশ নিচ্ছে ‘এআই পুতুল’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৫
1751522621 f984be31f298afb625b2bd03b641b576

সালমান খানের সঞ্চালনায় আসন্ন ‘বিগ বস ১৯’ ঘিরে দর্শকদের কৌতূহলের যেন শেষ নেই। প্রতিবারের মতো এবারও নতুন চমক নিয়ে হাজির হচ্ছে এই জনপ্রিয় রিয়ালিটি শো। তবে এবারের চমক একেবারেই ব্যতিক্রম। প্রথমবারের মতো বিগ বসে রাখা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট পুতুল, যার নাম ‘হাবুবু’।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে তৈরি এই পুতুলটি এরই মধ্যে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এবার সেই আলোচিত রোবটকে দেখা যাবে বিগ বসের ঘরে, প্রতিযোগী হিসেবে।

‘হাবুবু’ কোনো সাধারণ পুতুল নয়। এটি এআই প্রযুক্তিতে তৈরি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রোবট, যা সাতটি ভাষায় কথা বলতে পারে, যার মধ্যে হিন্দিও রয়েছে। মানুষের আবেগ-অনুভূতি অনুকরণ করতে পারার মতো ক্ষমতাও রয়েছে এর। এছাড়া, ঘরের নানা গৃহস্থালির কাজেও এটি পারদর্শী।

উজ্জ্বল চোখ, আরবীয় ঐতিহ্যবাহী পোশাক, ও প্রাণবন্ত মুখাবয়বের কারণে আরবে ‘হাবুবু’ অনেক আগেই আলোচিত হয়েছিল। এবার ভারতীয় দর্শকরাও বিগ বস ১৯-এ তার অনন্য উপস্থিতি দেখার সুযোগ পাবেন।

অন্যদিকে, শোয়ের অন্যান্য প্রতিযোগীদের তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সূত্র বলছে, সালমান খানের প্রাক্তন লুলিয়া ভান্তুর, টেলিভিশন অভিনেতা গৌরব খান্না এবং ইউটিউবার লক্ষ্য চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিগ বস ১৯ এবার কতটা ভিন্ন এবং প্রযুক্তি-নির্ভর অভিজ্ঞতা দেবে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আর কিছুদিন। তবে ‘হাবুবু’-কে ঘিরে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com