1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

‘সার্জারি করেই সুন্দরী হয়েছেন’ হানিয়া আমির, রহস্য ফাঁস করলেন চিকিৎসক

  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫
1738752573 A65d95407564b11a9b2c6a16b7e8d0b6

পাকিস্তানের আলোচিত অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকে অভিনয় করে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকের মধ্যেও সাড়া ফেলেছেন তিনি। তাকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সবসময়ই থাকেন মিডিয়ার আলোচনায়। এবার এ অভিনেত্রীর কসমেটিক সার্জারি নিয়ে মিডিয়াতে চলছে ব্যাপক আলোচনা।

হানিয়ার সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন এক চিকিৎসক। কসমেটিক সার্জারি করেই সুন্দর হয়েছেন অভিনেত্রী, এমন তথ্যই দিলেন সেই চিকিৎসক। ‘ডেইলি পাকিস্তান’র প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির একজন ত্বকবিশেষজ্ঞ বলছেন, নাক, ঠোঁট ও থুতনিতে সার্জারি করিয়েছেন হানিয়া আমির। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে।

কিন্তু নেটিজেনদের একাংশ বলছেন, কারো চিকিৎসাসংক্রান্ত বিষয় নিয়ে এভাবে কথাবার্তা বলা ঠিক নয়। সার্জারির বিষয়টি প্রকাশ্যে আসায় নেটিজেনদের অনেকেই তার সৌন্দর্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন, তাহলে হানিয়া আমিরের এই রূপ সৌন্দর্য নকল! সার্জারি করে তিনি তার রূপ বৃদ্ধি করেছেন। হানিয়ার সার্জারি নিয়ে এত আলোচনা-সমালোচনা হলেও নিশ্চিত হওয়া যায়নি আসলেই তিনি কসমেটিক সার্জারি করেছেন কিনা।

পাকিস্তানি এ অভিনেত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে সে দেশের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড সৃষ্টি করেছেন। সম্প্রতি ‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকে অভিনয় করে তিনি বাংলাদেশের দর্শকদেরও মন জয় করেছেন। সম্প্রতি সিএনএন হানিয়া আমিরকে শীর্ষ ‘৫০ এশিয়ান সেলিব্রিটি’ হিসেবে নির্বাচিত করেছে। তাঁকে ‘দ্য ফেস অব জেনারেশন জেড ইন পাকিস্তান’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x