1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
সারপ্রাইজ দিলেন সিয়াম! - প্রিয় আলো

সারপ্রাইজ দিলেন সিয়াম!

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৭০
Siam Movie

শিশুতোষ গল্পের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। আবু রায়হান জুয়েলের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পরী মণিসহ অনেকে। সিনেমার মুক্তির আগে থেকেই এর প্রচারণায় মাঠে ছিলেন পরী। আর কলকাতায় অবস্থান করার কারণে সশরীরে থাকতে পারেননি সিয়াম।

তবে এবার কলকাতা থেকেই সারপ্রাইজ দিলেন সিয়াম। গতকাল সোমবার এক ভিডিওবার্তা প্রকাশ করেন এই অভিনেতা। আর সেই ভিডিওতে তার সঙ্গে ছিলেন টলিউড কিংবদন্তি প্রসেনজিৎ চ্যাটার্জি। যাকে ভালোবেসে সবাই ‘বুম্বা দা’ আর সম্মান করে ‘ইন্ডাস্ট্রি’ বলে অভিহিত করেন। সেই নন্দিত তারকা শুভকামনা জানালেন সিয়াম-পরীর মুক্তিপ্রাপ্ত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য।

siam_Movie1

প্রসেনজিৎ বলেন, ‘‘আমি খুব আনন্দিত যে, সিয়ামের নতুন ছবি মুক্তি পেয়েছে; যেটা বিশেষ করে বাচ্চাদের জন্য ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। অবশ্যই গল্পটা বহু বছর আগে আমাদের পড়া। সেটা ওরা সিনেমা করেছে এবং তোমরা সবাই হলে চলে যাও এটি দেখতে।’’

তিনি আরও বলেন, ‘‘আমিও দু’বছর অন্তর অন্তর ‘কাকাবাবু’ করি বাচ্চাদের জন্য। আসলে বাচ্চাদের জন্য ছবি কম হয়। তাই এটা সবার জন্য বড় সুযোগ, সবাই হলে গিয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ দেখো। আমিও অপেক্ষায় থাকব ছবিটি দেখার।’’

এ সময় সিয়াম জানান, যত দ্রুত সম্ভব, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ বুম্বা দার ঠিকানায় পাঠাবেন।

এদিকে, টলিউডের সায়ন্তন ঘোষালের নতুন সিনেমায় অভিনয় করছেন প্রসেনজিৎ ও সিয়াম। তাদের সঙ্গে আরও আছেন শ্রাবন্তী চ্যাটার্জি, আয়ুষী তালুকদার প্রমুখ। এর শুটিংয়ের জন্যই কলকাতায় অবস্থান করছেন সিয়াম। সিনেমাটির প্রাথমিক নাম ‘প্রতিপক্ষ’।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x