1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
বন্ধু হিসেবে ড. ইউনূসের পাশে থাকার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রাখার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা রোববার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা ৩ দিনের রিমান্ডে হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিম ইসরায়েল বেশিদিন টিকবে না: খুতবায় আয়াতুল্লাহ খামেনি লেবাননে ইসরায়েলি হামলা; আরও ৩৭ জন নিহত হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়ক গ্রেপ্তার মালয়েশিয়া যাওয়া কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে জামায়াত প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্র সচিব

সাবেক প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পরে প্লট পাওয়া নিয়ে যা বললেন জয়

  • আপডেট সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫
Image 293203 1727519596

মা সবসময় সন্তানের আবদার পূরণ করে থাকেন। কখনও সন্তানকে ফিরিয়ে দেন না। এ জন্যই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার কাছে নিজেকে সুযোগ্য সন্তান দাবি করে আবদার করেছিলেন আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

শেখ হাসিনার কাছে রাজধানীর নিকটস্থ পূর্বাচলে একটি প্লটের আবেদন করেছিলেন অভিনেতা জয়। সেই আবেদনপত্রের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা এর আগেও কয়েক দফায় ভাইরাল হয়েছিল ফেসবুকে। ২০১৪ সালে পূর্বাচলে জায়গা পাওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলেন অভিনেতা, যা ২০১৯ সালে দ্বিতীয়বার ভাইরাল হয়।

সাম্প্রতিক প্রেক্ষাপটে সেই আবেদনপত্রটি ফের ভাইরাল রয়েছে। আবেদনপত্রে দেখা গেছে, শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা হিসেবে সম্বোধন করেছেন উপস্থাপক জয়। তিনি লিখেছেন, ‘আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক (টিভি ও চলচ্চিত্র)। আপনার দোয়ায় গত ১৭ বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে।’

তিনি লিখেছেন, ‘আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালে সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের ওপর বলীয়ান ছিলেন তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে।’

‘মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন, আমার সমসাময়িক সব শিল্পীই পূর্বাচলে ১০ কাঠা ৫ কাঠা প্লট পেয়েছে। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতেই পারিনি। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলে লটারিতে তা পাইনি।’

সবশেষ তিনি লিখেছেন, ‘মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি (ইনশাআল্লাহ)।’

অনেকেই জানতে চাইছেন চাটুকারিতামূলক সেই চিঠির পরে জয় কি প্লট পেয়েছিলেন? এর উত্তর, হ্যাঁ। জয় গণমাধ্যমকে প্লট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কয়েক দিন আগে। তবে কোথায় বা কত কাঠার প্লট সেসব বিষয়ে কিছুই জানাননি। যেহেতু আবেদন পূর্বাচলের প্লটের জন্য করা হয়েছিল সেই হিসেবে পূর্বাচলেই প্লট পেয়েছেন বলে অনুমান করা যায়।

তবে প্লটটি নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার আমলে এসে বাতিলও হয়েছে বলে জানিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। পরে অনুরোধ করেন এসব নিয়ে প্রশ্ন না করতে, যা বলার তিনি সর্বশেষ পোস্টে বলেছেন বলে জানান।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x