1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

সাবেক এমপি সারোয়ার কবিরকে কারাগারে প্রেরণ

  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৫
Web image 20250416 185216579

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে গাইবান্ধা সদর আমলি আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন। তবে আদালতে শাহ সারোয়ার কবির আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক।

এর আগে, কড়া নিরাপত্তায় দিনাজপুর থেকে গাইবান্ধার আদালতে নেওয়া হয় সাবেক এমপি সারোয়ার কবিরকে। মঙ্গলবার (১৫) রাত ৯টার দিকে শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামে একটি বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত ১ মার্চ থেকে বোনের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি।

শাহ সারোয়ার কবিরের আইনজীবী জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাড. নিরাঞ্জন কুমার ঘোষ বলেন, গেলো বছরের ৪ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া দুই মামলার আসামি শাহ সারোয়ার কবির। এই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। আমরা আদালতে তার জামিন চেয়ে আবেদন করি। কিন্তু বিচারক শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবো।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই বাদী হয়ে এ মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বিকেল চারটার দিকে জেলা শহরের সার্কুলার রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা বিএনপি কার্যালয়ের তালাসহ দরজা জানালা ভেঙে ভেতরের চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র  ভাংচুর করে। পরে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ভাংচুর করা আসবাবপত্র বাইরে বের করে সেগুলোতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। এতে অনেক ক্ষতি হয়।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com