1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
ইসরায়েলে হামলা চালিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল হিজবুল্লাহ ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু গোলাম নাফিজের দেহ বহনকারী সেই রিকশাটির জায়গা হচ্ছে গণভবনের স্মৃতি জাদুঘরে শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে বড় পরিবর্তন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মানিকের জামিন মঞ্জুর সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত ইসি গঠনে ছয়জনের নাম প্রস্তাব গণঅধিকার পরিষদের জুলাই-আগস্টে গণহত্যা: জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন বিভক্ত হলে ষড়যন্ত্রকারীরা সফল হওয়ার পথ খুঁজে পাবে: জামায়াত আমির

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বিজিবি

  • আপডেট সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭
Indian Citizen

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা আইসিপির গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া মদ্যপ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভোমরা সীমান্তে তাদের আটক করা হয়। জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান।

আটকরা হলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) ও বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট, তিনটি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট, একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্থ হয়েছে। বেপরোয়া গতিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে তারা ভারতের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরবর্তীতে মধ্যরাতে ভারতীয় বিএসএফের সঙ্গে এনিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এমন কর্মকাণ্ডের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ প্রতিবাদ জানানো হয়েছে।

তিনি বলেন, ঘটনার প্রতিউত্তরে ভারতীয় বিএসএফের ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবীন কুমার জানিয়েছেন, গাড়ি চালক অতিরিক্ত মাত্রায় মাদকদ্রব্য সেবন করে মাতাল অবস্থায় ছিলেন। অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে ভারতের অভ্যন্তরে ৩-৪টি ইজিবাইক ভেঙে এবং গোজাডাঙ্গা আইসিপির দুটি গেট ভেঙ্গে গাড়িটি ভোমরা স্থলবন্দরের দিকে যায়। তীব্র গতির কারণে ভারতীয় বিএসএফ টহলদল তাদেরকে নিবৃত করতে ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে বিজিবির নিকট দুঃখ প্রকাশ করেন এই বিএসএফ কর্মকর্তা।

লে. কর্নেল আশরাফুল হক বলেন, অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x