1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিলো বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল চলচ্চিত্র শিল্পের সমস্যা চিহ্নিত করা হয়েছে: ফারুকী টঙ্গীর বিশ্ব ইজতেমায় হামলার হুমকি দেয়া যুবলীগ নেতা আটক আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১১ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক মায়ের সামনে আগুনে পুড়ে অঙ্গার শিশু জিহানের দাফন সম্পন্ন ফের ব্রাইটনের কাছে হারলো চেলসি জীবনকে খুব সিরিয়াসলি নিই না: রাশমিকা দুর্নীতি বন্ধে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন প্রয়োজন: ড. ইফতেখারুজ্জামান আমরা বাংলাদেশে অযোগ্য শাসক চাই না: হাসনাত আব্দুল্লাহ

সাকিবের বিতর্কিত প্রশ্ন নিয়ে যা বলছে বিসিবি

  • আপডেট সময় বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৯৩
Image 284464 1722426795

মাঠ ও মাঠের বাইরে সব সময়ই আলোচিত-সমালোচিত একটি নাম হলো সাকিব আল হাসান। সম্প্রতি মাঠের বাইরে আরও একবার বিতর্কে জড়িয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। ‘দেশের জন্য কি অবদান রেখেছেন’ এক প্রবাসীকে এমন প্রশ্ন করেছেন তিনি। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় উত্তাল পুরো দেশ। চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। তবে ব্যতিক্রম কেবল দেশসেরা ক্রিকেটার সাকিব।

যা নিয়ে ক্ষুব্ধ তার ভক্ত-সমর্থকরা। মূলত, একজন সংসদ সদস্য এবং বর্তমান সরকারের এমপি হওয়াতেই সাকিব যে নীরবতা পালন করছেন, তা অনেকটায় স্পষ্ট। বর্তমানে দেশের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার। তবুও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে সাকিব।

মঙ্গলবার (৩০ জুলাই) রাতে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবের কাছে জানতে চান কোটা আন্দোলন নিয়ে নীরব কেন তিনি। সাকিব সরাসরি উত্তর দেননি। বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা যায়, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’

এসময় সেই দর্শক উত্তর দেন, ‘আমি কথা বলছিলাম। আমি তো আর এমপি না। আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি।’ এসময় সাকিব অন্য কোনো উত্তর দেননি। বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ এই ভিডিও মুহূর্তের ছড়িয়ে পড়ে নেট দুনিয়ার।

বুধবার (৩১ জুলাই) মিরপুরে গণমাধ্যমে সাকিবের এ ঘটনায় এবার মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন। আমি কিন্তু ভিডিওটা দেখি নাই, আমার কমেন্ট করা ঠিক হবে না। এমনটা (ভক্তকে যে মন্তব্য করেছেন সাকিব) করলে সে (সাকিব) ঠিক করেনি, সবারই সব জায়গা থেকে অবদান আছে।’

তিনি আরও বলেন, দেখেন এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার। সাকিব কী বলেছে সেখানে, আমি সেটা বলতে পারব না। আমি যতটুকু জেনেছি যে কথা বলা হয়েছে। কিন্তু ক্রিকেটে অবদান নাকি এখানে কোনো অবদান বোঝাতে চেয়েছে আমি জানি না।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x