বাংলাদেশের অনেক বেশি গোলাবারুদের শক্তি নেই। তবে সরকার মানবিক দেশ তৈরি করতে পেরেছ। পাশের দেশ থেকে পালিয়ে আসা অজস্র নাগরিককে আশ্রয় দিয়েছে, এমন উদাহরণ বিরল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (১৯ জুন) বিকেলে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় দেশের প্রতিটি শিক্ষার্থী সৎ ও মানবিক হোক উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, জীবনের সবকিছু ডিজিটাল বাংলাদেশের সঙ্গে জড়িত। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। শুধু বিদেশি ভাষায় কথা বললেই স্মার্ট নাগরিক হওয়া যাবে না। সেই স্মার্ট নাগরিক সৎ, মানবিক, সৃজনশীল হবে এবং অন্যের মত সহনশীলতার সক্ষমতা থাকবে। এক্ষেত্রে নিজের ভাষা, সাহিত্যকে জানার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।