বিচার বিভাগসহ দেশের সব বিভাগে দুর্নীতি ক্যানসারের মতো ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বলেন, এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়াই বড় চ্যালেঞ্জ।
বুধবার উচ্চ আদালতে দুপুর ১২টার দিকে এসব কথা বলেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি।
এ সময় আদালতকে রাজনীতির সঙ্গে না জড়ানোর জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে গতকাল মঙ্গলবার দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ ওবায়দুল হাসানকে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।