1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
সব কিছু অনেক সময় লিভিং রুমে থাকে না, সরি: পরীমনি - প্রিয় আলো

সব কিছু অনেক সময় লিভিং রুমে থাকে না, সরি: পরীমনি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৮৪
Pori 2211101002

বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও নির্মাতা রায়হান রাফিকে নিয়ে গতকাল রাত আড়াইটার দিকে ফেসবুকে পোস্ট দেন চিত্রনায়িকা পরীমনি। স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

স্ট্যাটাসের কমেন্ট বক্সে অনেকেই মন্তব্য করেন। জানতে চান ‘কী হয়েছে?’

মো. নাজমুল ইসলাম পরীমনির কমেন্ট বক্সে স্ট্যাটাসটি মুছে ফেলার পরামর্শ দেনে। পাশাপাশি বিষয়টি ঘরে বসে সমাধান করার কথাও বলেন তিনি। এর ফিরতি কমেন্টে পরী লেখেন: ‘ভাইয়া সব কিছু কখনও কখনও লিভিং রুমে থাকে না সরি।’

অন্যদিকে তাসনিমা ঐশী নামে একজন কমেন্ট করেন, ‘মেয়েটা অনেকদিন পর সুখের খোঁজ পেয়েছিলো কিন্তু পৃথিবীতে কিছু মানুষ আজীবন সুখ পাবার জন্য জন্মায়নি।’

ঐশীর এই মন্তব্যে প্রায় সাড়ে চারশ লাইক পড়ে।

402728849

রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শরিফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম। ফলে তাদের প্রেমের রসায়ন পর্দায় মানুষ দেখেছে। কিন্তু বাস্তবেও দুজনের মধ্যে যে সম্পর্ক দানা বেঁধেছে সেদিকেই ইঙ্গিত দিয়েছেন পরীমনি। মিমকে ট্যাগ করে পরীমনি লিখেন, ‘মিম, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’

অন্যদিকে রাফিকে ট্যাগ করে পরীমনি লিখেন, ‘সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি।’ আর নিজের বর রাজের উদ্দেশ্যে এই নায়িকা লিখেন, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয় নাই তোমার।’

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x