সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রুবিনা দিলাইক। শনিবার (১০ জুন) বিকালে রুবিনাকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে ‘ছোটি বহু’খ্যাত অভিনেত্রী রুবিনার ব্যক্তিগত গাড়ির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় রুবিনার বর অভিনেতা অভিনব শুক্লা কয়েকটি ছবি পোস্ট করে লিখেন— ‘এটি আমাদের সঙ্গে ঘটেছে। এসময় রুবিনা গাড়িতে ছিলো, ও ভালো আছে। তবে এখন তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। মুম্বাই পুলিশের কাছে অনুরোধ, এ বিষয়ে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়।’
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রুবিনা। যদিও তার অভিনয়ে আসা নিয়ে আপত্তি ছিল তার বাবা-মায়ের। কিন্তু পরবর্তী সময়ে রাজি হন তারা।
অভিনয়ে পা দিয়ে রূপ আর মেধার স্বাক্ষর রাখেন রুবিনা। তার অভিনীত অনেক নাটকই দর্শকপ্রিয়তা লাভ করেছে। ছোট পর্দার পাশাপাশি বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন রুবিনা।