জাতীয় সংসদে আগামী মাস থেকে প্লাস্টিকের বোতলের ব্যবহার নিষিদ্ধ করা হবে— এমনটাই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এ নিয়ে স্পিকার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার কথা হয়েছে বলেও জানান।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ অধিদফতর আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় বুধবার (৩ জুলাই) বিকেলে। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সাবের হোসেন চৌধুরী বলেন, পরিবেশের দিকে না দেখলে উন্নয়ন টেকসই থাকবে না। মানুষকে সচেতন করতে হবে। তাদের মধ্যে পরিবর্তন না এলে লক্ষ্যে পৌঁছানো যাবে না। বাংলাদেশের উন্নয়নে পরিবেশের বিশাল ভূমিকা রয়েছে। আগামী ৫০ বছরে বাংলাদেশ কোথায় যাবে, সেটা নির্ভর করছে পরিবেশের ওপর।
পরিবেশ নিয়ে যে কমিটমেন্ট রয়েছে, তা সারাবছর চালিয়ে যেতে হবে বলে এ সময় উল্লেখ করেন পরিবেশ মন্ত্রী।