একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শেষ হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন ডিপুটি স্পিকার শামসুল হক টুকু।
গত ৩ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে ৯ কার্যদিবসে সরকারি-বেসরকারি ২৯টি বিল আসে। এবার আট দিনে ১৮টি বিল পাস হয়েছে। এরমধ্যে গত ৪ সেপ্টেম্বর দুটি, ৫ সেপ্টেম্বর দুটি, ৯ সেপ্টেম্বর দুটি, ১০ সেপ্টেম্বর দুটি, ১১ সেপ্টেম্বর দুটি, ১২ সেপ্টেম্বর তিনটি, ১৩ সেপ্টেম্বর তিনটি এবং ১৪ সেপ্টেম্বর দুটি বিল পাস হয়।
এরমধ্যে গতকাল বুধবার পাস হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত বিল, সাইবার নিরাপত্তা বিল ও ‘সংসদে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল-২০২৩’। এ অধিবেশনে ১৭টি বিল পরীক্ষার জন্য কমিটিতে পাঠানো হয়েছে। পাঁচটি বিল পাসের অপেক্ষায় রয়েছে যা আগামী অধিবেশনে পাস হবে।
জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির কারণে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। আমাদের মাতৃভূমিকে এমনভাবে গড়ে তুলি যেন ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল ভোগ করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সাল নাগাদ উচ্চ অর্থনীতির স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সংসদ সদস্যরা অগ্রণী ভূমিকা রেখে চলেছেন এবং সামনের দিন সেটি অব্যাহত থাকবে।