বিশ্বজুড়ে শ্রমিক ইউনিয়নের নেতা, শ্রমিক অধিকারের পক্ষের কর্মী, শ্রমিক সংগঠনগুলোর বিরুদ্ধে যারা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করবে তাদেরকে জবাবদিহিতায় নেবে যুক্তরাষ্ট্র। এজন্য তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বাণিজ্যিক শাস্তিমূলক ব্যবস্থা ও ভিসা নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বলেছেন, বিশ্বজুড়ে শ্রমিক অধিকার সুরক্ষায় সরকার, শ্রমিক, ওয়ার্কারদের সংগঠন, ট্রেড ইউনিয়ন, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখবে। সারাবিশ্বে আমাদের দূতাবাসগুলো যারা (রাষ্ট্রদূত) পরিচালনা করছেন, তারা ওয়ার্কার ও ইউনিয়নগুলোর সঙ্গে কাজ করবেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ভিডিও বার্তায় বাংলাদেশি গার্মেন্ট শ্রমিক ও অধিকারকর্মী কল্পনা আক্তারের কথা তুলে ধরেন। বলেন, মার্কিন দূতাবাস তার পক্ষে কথা বলায় তিনি বেঁচে আছেন।