অমর একুশের প্রথম প্রহরে কে
ন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার দিনগত রাত দেড়টার দিকে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর হাফিজউদ্দীন আহমদ, রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, শাহজাহান উমর, শামা ওবায়েদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।