শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোলপ্লাজায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে পলিটেকনিক ইনস্টিস্টউটের শিক্ষার্থীরা।
বুধবার (২ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় এক শিক্ষার্থীর কাছ থেকে টোল চান আদায়কারীরা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই শিক্ষার্থীকে তোল আদায়কারীরা মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টোলা প্লাজায় আগুন দেয়। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম জাকারিয়া বলেন, এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করা হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টোল নেয়া বন্ধ থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।