1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম

শিকলে বেঁধে পাঠানো হলো ভারতীয়দের, যা বললেন জয়শঙ্কর

  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫
20250207 200743584

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ভারতীয় অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে হাতকড়া ও শিকলে পা বেঁধে ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক মহলে বইছে সমালোচনা ঝড়।

ভারতের সংসদে বিরোধীরা বিষয়টি নিয়ে প্রবল হইচই করেছেন। তাদের দাবি, আমেরিকা ভারতীয়দের প্রতি অমানবিক ব্যবহার করেছে। তাদের অপমান করা হয়েছে।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃপক্ষ অভিবাসীদের ফেরত পাঠিয়ে থাকে। সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর বা এসওপি আছে।

তিনি জানান, ২০১২ সাল থেকে এসওপি চালু রয়েছে। তাতে কড়াকড়ির কথা বলা হয়েছে। আইসিই তাকে জানিয়েছে, নারী ও শিশুদের হাতকড়া বা শিকল পরানো হয়নি। অন্যদেরও খাবার সময় বা টয়লেট যাওয়ার সময়ও বাঁধনমুক্ত করা হয়েছিল।

তিনি আরও বলেন, অবৈধ নথিপত্রবিহীন ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা নতুন নয়। ২০০৯ থেকে গত ১৫ বছরে ১৫ হাজার ৭৫৬ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

এ ছাড়া কংগ্রেস সংসদ সদস্য মানিকরাম ঠাকুর বলেছেন, এ ঘটনা ভয়ংকর ও লজ্জাজনক। যুক্তরাষ্ট্র এমনভাবে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে, দেখে মনে হচ্ছে তারা অপরাধী। এটি অমানবিক ও মেনে নেওয়া যায় না।

কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, বেআইনিভাবে গেলে দেশে ফেরত পাঠানোর অধিকার যুক্তরাষ্ট্রের আছে। কিন্তু যেভাবে তারা ফেরত পাঠাচ্ছে, তা মেনে নেওয়া যায় না। সামরিক বিমানে হাতকড়া, পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠানো ভারতীয়দের প্রতি অপমান।

তৃণমূল সংসদ সদস্য সাকেত গোখলে বলেছেন, আমরা বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ। কলম্বিয়ার মতো ছোট দেশ পর্যন্ত অভিবাসীবোঝাই সামরিক বিমান তাদের দেশে নামতে দেয়নি, তারা মর্যাদার সঙ্গে অভিবাসীদের দেশে ফেরাচ্ছে, সেখানে ভারত সরকার কী করছে?

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x